মঙ্গলবার সকাল ও দুপুরে পৃথক সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, বারপাইকা গ্রামের খোকন শাহ্র কন্যা শারিমন আক্তারের সাথে পাশ্ববর্তী বাড়ির কবির শাহ্র পুত্র সাগরের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে আসছিলো। গত এক সপ্তাহ পূর্বে প্রেমিক জুটি অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। ওই ঘটনার জেরধরে গতকাল মঙ্গলবার দুপুরে বাকবিতন্ডার একপর্যায়ে কবির শাহ্ পিটিয়ে গুরুতর জখম করে শারমিনের ছোট বোন শাবনুর আক্তারকে (১২)। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় শাবনুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একইদিন সকালে পূর্ব শত্র“তার জেরধরে পূর্ব পয়সা গ্রামের নিরঞ্জন হালদার তার ১০/১২ জন সহযোগী নিয়ে হামলা চালিয়ে আহত করে প্রতিপক্ষের ১৩ জনকে। গুরুতর আহত যোগেশ হালদার, জুথিকা রানী হালদার, যুবরাজ হালদার, অনন্ত হালদার, সুখী রানী হালদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে একইদিন দুপুরে মোল্লাপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে মাখন ও সুনীল বাড়ৈর সমর্থদকের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত মাখন বাড়ৈ ও সুনীল বাড়ৈকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। হামলা পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।