ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ আইন লংঘনের অভিযোগ

নোটিশ করেছে স্থানীয় পরিবেশ অধিদপ্তর। নোটিশপ্রাপ্ত অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সাউথ কিং চাইনিজ রেস্তোরা, গার্ডেন ইন রেস্তোরা, রোজ গার্ডেন, আবাসিক হোটেল এ্যাথেনা, হক ইন্টারন্যাশনাল, নুপুর, ওয়ান, আরাফাত পেইন্ট, নৌযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেলতলার ক্রিসেন্ট অ্যান্ড স্টার শিপিং লাইন্স, ল্যাব স্টার ডায়াগনষ্টিক সেন্টার, সাগরদীর আবদুল্লাহ ক্লিনিক এবং সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার।

ঐ প্রতিষ্ঠানগুলোকে দেয়া নোটিশে বলা হয়েছে পরিবেশ অধিদপ্তরের দেয়া সময়সীমা অনুসারে তাদের ছাড়পত্র নিতে হবে। অন্যথায় পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে তাদের বিদ্যুত ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে হবে।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আসাদুল হক জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো অধিদপ্তরের ছাড়পত্রবিহীন। তারা পরিবেশ আইন মেনে চলছে না। এ কারণে তাদের প্রতিষ্ঠানদ্বারা সাধারন মানুষসহ পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নোটিশ দেয়া হয়েছে।