সন্তান হত্যাকারী মা পাগল কিনা সনাক্ত করতে পাবনা প্রেরনের নির্দেশ

মা রেনু বেগম (৩০) মানসিক রোগী কিনা তা নির্ণয় করতে পাবনা মানসিক হাসপাতালে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সলিমউল্লাহ সোমবার এ আদেশ দেন। মানসিক হাসপাতালের দেয়া রিপোর্টের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবে সন্তান হত্যাকারী হিসেবে অভিযুক্ত করে রেনু বেগমের বিচার হবে কিনা।

আদালত সূত্র জানায়, বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠী গ্রামের হাফেজ আব্দুল খালেকের স্ত্রী রেনু বেগম গত বছরের ৯ জুন গভীর রাতে তার তিন সন্তান যথাক্রমে মারিয়া আক্তার (১০), সাইদুল ইসলাম (৭) ও মরিয়ম আক্তারকে (৪) নিজ বাড়ির পুকুরে চুবিয়ে হত্যা করে।

পরে রেনু বেগম আত্মহত্যার জন্য পার্শ্ববর্তী নদীতে ঝাপিয়ে পড়ে। তাকে নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমান বন্দর থানা পুলিশ রেনু বেগমকে গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকে সে শেরেবাংলা মেডিক্যালের মানসিক ওয়ার্ডে চিকিৎসাধীন। আদালত রেনু বেগমের মানসিক অবস্থার রিপোর্ট প্রেরনের জন্য পাবনা হেমায়েতপুর মানসিক হাসপতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।