দলীয় প্রতিপক্ষের মামলায় বরিশাল ১০ নেতাকর্মীর জামিন

থেকে ১ মাসের আগাম জামিন পেয়েছেন যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের ১০ নেতাকর্মী। আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার শুনানী শেষে বিচারপতি আব্দুল হাই এবং বিচারপতি রেজাউল হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্তরা হলেন- মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রতন, মাহফুজুর রহমান মাহফুজ, আলাউদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টু, বিএম কলেজ ছাত্রদল সভাপতি মশিউর রহমান মঞ্জু, ছাত্রদল নেতা আরিফুর রহমান মুন্না, ফিরোজ খান কালু, যুবদল কর্মী মাহফুজুর রহমান মিঠু, রেজাউল কবির রনি ও পলু। এরা সকলে জেলার আহ্বায়ক এবং মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি’র অনুসারী।

আসামী পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনা করেন সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাহবুবুর রহমান ও অ্যাড. হুমাউন কবির মঞ্জু।

উল্লেখ্য, গত ৯ মে বিএনপি’র বিভাগীয় সাংগঠনিক সফরে স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ্’র গাড়ী বহরে থাকা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সাবেক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম রাজনকে কীর্তনখোলা ফেরীতে কুপিয়ে মুমূর্ষু জখম করা হয়। এ ঘটনায় পরদিন ১০ মে রাজনের ভাই শাহজাহান খান বাদী হয়ে মজিবর রহমান সরোয়ার এমপি’কে হুকুমদাতা আসামী করে যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের ১১ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এ মামলার এক আসামী জাহিদ ওরফে খাটো জাহিদকে ঐ দিনই গ্রেফতার করে পুলিশ।