মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। ভবানিপুরের একটি কুচক্রি মহল বিএম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র তওফিক হাসান রনিকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
তওফিক হাসান রনি সাংবাদিকদের জানায়, আমি এক গরীব পরিবারের সন্তান। আমার বাবা রিক্সা চালিয়ে আমার লেখা পড়ার খরচসহ খুব কস্ট করে সংসার চালায়। প্রতিবেশী মামলাবাজ পরিবার আমি যাতে লেখা পড়া করতে না পারি সে জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। কারন এইচএসসি পরীক্ষার সময় আমার খাতা দেখতে চেয়েছিল আব্দুলাহ আল মামুন। আমি তাকে খাতা না দেখানোয় সে নকল বের করলে বহিস্কার হয়। তাই প্রতিহিংসার জের ধরে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে।
এ ব্যাপারে নাচনমহল ইউপি চেয়ারম্যান এড. মোহাম্মদ হোসেন আকন খোকন জানান, শাহআলম খান একজন মামলাবাজ লোক। কারও সাথে একটু ঝগড়া লাগলেই চাদাবাজি মামলা দিয়ে দেয়। সে কোন স্থানীয় শালিস ব্যবস্থা মানেনা।