কলেজ ছাত্রলীগের উদ্যোগে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বীপ, এস.এম মনিরুজ্জামান মনির, ছাত্রলীগ নেতা সুমন আহম্মেদ, রাজিব হোসেন, রাতুল ইসলাম, ইমরান খান, জয়, বেল্লাল হোসেন, বাবু, সবুজ, সাধন, রিয়াদ প্রমুখ। শেষে বিক্ষুব্ধরা কলেজের অধ্যক্ষর কাছে জরুরি ভিত্তিতে ছাত্র সংসদের নির্বাচনের দাবি করেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনেরও হুমকি দেন।
এ ব্যাপারে সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। খুব শীঘ্রই ছাত্র সংসদের নির্বাচনের তফশিল ঘোষনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।