আজ মেট্রো পলিটন পুলিশের বর্ষপূতি-সমস্যা ফোর্স ও যান সংকট

বিগত এক বছরে বিএমপির তিন থানার কার্যক্রম অনেকটা প্রশংসার দাবীদার। তবে সবক’টি থানায়ই জনবল ও যান সংকট রয়েছে। এতে কার্যক্রম বা অভিযান চালাতে তিমশিম খাচ্ছে পুলিশের কর্মকর্তারা। এর আগে মেট্রো পলিটনের একমাত্র থানা কোতয়ালী মডেল ও বাবুগঞ্জ থানার কিছু অংশ ভেঙ্গে গঠন করা হয় কাউনিয়া থানা, বিমানবন্দর থানা ও বন্দর থানা। এম মধ্যে কাউনিয়া থানার কার্যক্রম শুরু হয় আমাতগঞ্জে অবস্থিত পুলিশ ফাডিতে। বন্দর থানার কর্যক্রম শুরু হয় সাহেবের হাট পানি বিভাগের একটি পরিত্যাক্ত ভবনে। আর গড়িয়ার পার এলাকার একটি ভাড়া বড়িতে শুরু হয় বিমান বন্দর থানার কার্যক্রম।

তথ্যনুযায়ী, ২০০৬ সালের ২৬ অক্টোবর নগরীর পানি উন্নয়ন বোর্ডের অভ্যন্তরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অফিস উদ্ধোধন করা হয়। ২০১০ সালের ১জুন বরিশাল কোতয়ালি মডেল থানার বাইরে আরো তিনটি থানার উদ্বোধন করা হয়। এর মধ্যে কোতয়ালী থানাকে ২০০৭ সালের ৪ জুলাই সাবেক আইজিপি নূর মোহাম্নদ মডেল থানা হিসাবে উদ্বোধন  করেন।  কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমান পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দীন আহমেদ বিএমপিতে যোগদানের পর পুলিশ বিভাগের সুনাম উদ্ধারে কাজ করে যাচ্ছেন। তিনি কোন অন্যায়ের সঙ্গে আপোষ করছেন না। কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, তার এলাকায় পূর্বের তুলনায় অনেক অপরাধ কমে গেছে। তবে থানায় ফোর্স সংখ্যা ও যানবাহন বাড়ানো হলে পুলিশের কাজের গতি আরো বেড়ে যাবে। বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদাই প্র¯তূত। অপরাধ দমনে সর্বদাই তার থানা পুলিশ প্রতিশ্র“তি বদ্ধ।

বন্দর থানার ওসি ফিরোজ আলম জানান, পূর্বে সাহেবের হাট এলাকা ছিল মাদকের রাজ্য। বর্তমানে এই এলাকায় কোন মাদকের স্পট নেই। তবে ভ্রাম্যমান কিছু মাদক বিক্রেতা রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।  তিনিও ফোর্স ও যান সংকটের সমস্য গুরুতর বলে মন্তব্য করেন।

মোট্রো পলিটন পুলিশ কমিশনার জানান, পুলিশ তার যথাযথ দায়িত্ব পালন করতে প্রতিশ্রতিবদ্ধ। যান ও ফোর্স সমস্যা সমাধানের বিষয়ে তিনি বলেন, খুব শীঘ্রই এই সমস্যা সমাধান করা হবে। এ সংক্রান্ত চিঠি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পৌছান হয়েছে।