দলীয় কর্মীদের রোষানলে সাবেক এমপি স্বপন

BNP Gournadi

সম্পাদক, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এবং গত ওয়ান ইলেভেনের সময় জিয়া পরিবারের বিরুদ্ধে কটুক্তিকারী, প্রভাবশালী সংস্কারপন্থি নেতা এম.জহির উদ্দিন স্বপন দীর্ঘ আড়াই বছর পর বুধবার দুপুরে তার নিজ এলাকা গৌরনদীতে এসেছেন।

এ সংবাদে ওইদিন বিকেলে উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বিকেল ছয়টায় ঝাঁড়– ও জুতা প্রদর্শন করে আধাঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি গৌরনদীর প্রধান সড়ক প্রদক্ষিন করে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রধান কার্যালয়ের সম্মুখে এক প্রতিবাদ সভায় মিলিত হন। অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর যুবদলের আহবায়ক মোঃ নান্না খান, যুগ্ন আহবায়ক জামাল হাওলাদার, রফিক চোকদার, শ্যামল খলিফা, স্বেচ্ছাসেবকদলের উপজেলা শাখার যুগ্ন আহবায়ক শাহজাদা শরীফ, পৌর শাখার আহবায়ক মাসুদ বিল্লাহ মিলন, যুবদল নেতা আনিচ ফকির, দেলোয়ার সিকদার, ছাত্রদল নেতা অসীম গাজী, বেল্লাল হোসেন, কাজী সোহাগ প্রমুখ। বক্তারা তাকে (স্বপনকে) গৌরনদীতে অবাঞ্চিত ঘোষনা করেন।

উল্লেখ্য, দীর্ঘ আড়াই বছর পর বুধবার উপজেলা যুবদলের অকাল প্রয়াত নেতা টিটু খানের কুলখানি অনুষ্ঠানে যোগদান করতে দুপুরে সাবেক এমপি এম.জহির উদ্দিন স্বপন গৌরনদীতে আসেন।

বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী সংস্কাপন্থি নেতা জহির উদ্দিন স্বপনকে বুধবার সন্ধ্যায় লাঞ্চিত করেছে নিজ দলীয় নেতা-কর্মীরা। গৌরনদী বন্দর থেকে মিলাদ মাহফিল শেষে স্বপন তার গ্রামের বাড়ি গৌরনদীর সরিকলে যাওয়ার পথিমথ্যে পিঙ্গলাকাঠী বাজারে পৌঁছলের উপজেলা ছাত্রদল নেতা অসীম গাজীর নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীরা স্বপনকে সংস্কারপন্থি আখ্যা দিয়ে অবাঞ্চিত ঘোষনা করে শ্লোগান দিয়ে গালিগালাজ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা লাঠিসোটা নিয়ে স্বপনকে ধাওয়া করে লাঞ্চিত করে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় সাবেক এমপি স্বপনের সঙ্গী জাহাঙ্গীর মৃধা, ড্রাইভার মাসুদ হোসেন আহত হয়।

এ ব্যাপারে সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি লাঞ্চিত হওয়ার কথা অস্বীকার করে বলেন, পিঙ্গলাকাঠী বাজার এলাকা থেকে আমার গাড়ি বহর অতিক্রমকালে স্থানীয় বিএনপি কর্মী হারুন সিকদার ডাকচিৎকার করেছে।
 
এরপূর্বে ওইদিন বিকেলে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সমর্থক যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঝাড়– মিছিল করে মুখে কালো কাপর বেঁধে মানববন্ধন করে স্বপনকে গৌরনদীতে অবাঞ্চিত ঘোষনা করেছেন।