থেকে একটি একতলা লঞ্চ ছিনতাই করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেলে লঞ্চটি চরফ্যাশন থেকে নগরীর পোর্ট রোড খালে নোঙ্গর করে। রাতে লঞ্চের কেন্টিনে রান্নাবান্না হয়। রাতের খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে কেরানী ফারুক, মাঝি জাহাঙ্গীর, কর্মচারী আব্দুর রব ও বাবুর্চি সবুজ।
এরপর রাতের যে কোন সময় অজ্ঞাত দুর্বৃত্তরা ফারুক ও রবকে পোর্ট রোড ঘাটে এবং জাহাঙ্গীর ও সবুজকে হাত-পা বেঁধে পাতার চরে ফেলে রেখে লঞ্চটি নিয়ে লাপাত্তা হয়ে যায়। বুধবার স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর তারা লঞ্চ ছিনতাইয়ের খবর জানতে পারে।
বরিশাল বিআইডব্লিউটিএ’র ট্রাফিক ইন্সপেক্টর লোকমান হাকিম এবং নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই মোশাররফ হোসেন বিষয়টি জানেন না বলে জানান।