থানার উপ-পরিদর্শক আবুল খায়েরসহ ১০ সাক্ষীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম সলিমউল্লাহ মঙ্গলবার এ আদেশ দেন।
উপ-পরিদর্শক আবুল খায়ের হিজলা থানায় দায়েরকৃত মাজহারুল ইসলাম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা।
আদালত সূত্র জানায়, সাক্ষীদের ইতিপূর্বে একাধিকবার সমন দেয়ার পরও তারা আদালতে সাক্ষ্য দিতে না আসায় মাজহারুল ইসলাম হত্যা মামলার বিচার কার্যাক্রম বিলম্বিত হওয়ায় সাক্ষীদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য, ২০০৮ সালে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনায় জাল পাতা নিয়ে দু’দল জেলের বাদানুবাদের এক পর্যায়ে ওই উপজেলার বাউশিয়া গ্রামের ছালাম মাতুব্বরের ছেলে মাজহারুল ইসলামকে প্রতিপক্ষরা বৈঠা দিয়ে পিটিয়ে নদীতে ফেলে দেয়। দুই দিন পর মাজাহারুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ।