৭ দিন শিকলে বেঁধে রেখে গণধর্ষণ

৭ দিন লোহার শিকলে বেঁধে রেখে গণধর্ষণ করেছে কয়েকজন নরাধম। মঙ্গলবার রাতে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পাশবিক নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে ওই গার্মেন্টস শ্রমিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত সুনজি সোয়েটার ফ্যাক্টরির হেলপার নার্গিস আক্তার (১৫) গত ২৪ মে গার্মেন্টসে ছুটির পর বাড়ি ফেরার পথে একই গার্মেন্টসের শ্রমিক তাইজুলের নেতৃত্বে ৫-৬ জন মিলে একটি মাইক্রোবাসে তাকে জোরপূর্বক উঠিয়ে নেয়। পরে আড়াইহাজার উপজেলার গিরদা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ওড়না দিয়ে মুখে এবং লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে ৭ দিন পর্যন্ত গণধর্ষণ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্য ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের সময় নার্গিসের প্রচ- রক্তক্ষরণ হচ্ছিল। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। পাশবিক নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে নার্গিস। এ ব্যাপারে তার বড় ভাই রাজু আহমেদ বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।