হাসিনা-খালেদার বিদায় ঘন্টা বাজানো উচিৎ- আসম আবদুর রব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যে করে বলেছেন দেশের এই দুই আপদের ক্ষমতার রাজনীতি থেকে বিদায় ঘন্টা বাজানো উচিৎ। জনগন কর্তৃক এদেরকে প্রত্যাখান করা না পর্যন্ত দেশের অরাজকতা নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটবে না। শুক্রবার বরিশাল নগরীর হাসপাতাল রোডের হ্যাপি নিবাসে জেলা ও মহানগর জাসদের অফিস উদ্ধোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার গঠন প্রসঙ্গে আসম আবদুর রব বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচিৎ ছিল তৎকালীন সময়ে একক সরকার গঠন না করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার গঠন করা। আর এটা যদি করা হতো শেখ মুজিবকে জীবন দিতে হত না।
আসম আবদুর রব বরিশাল সহ ৯টি প্রদেশ,দ্বি কক্ষ বিশিষ্ঠ পার্লামেন্ট,স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা কায়েম ও নতুন সংবিধান প্রনয়নের দাবী জানান। তিনি বলেন প্রাদেশিক সরকার গঠন হলে তৃনমূল পর্যায়ের জনগন উপকৃত হবে। এছাড়া স্থানীয় সরকার শক্তিশালী হবে। মোটের উপর প্রাদেশিক সরকার গঠন হলে দেশের জনগনের ভাগ্যের পরিবর্তন ঘটবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় সাধারন সম্পাদক আবদুল মালেক রতন,  যুগ্ন সাধারন সম্পাদক আতাউল করিম ফারুক, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক রাজা, সহ-সভাপতি সৌরভ হোসেন , জাসদ নেতা সানাউল হক,আবদুল হান্নান চৌধুরী, বরিশাল জেলা জাসদের সভাপতি সাইফুর রহমান মিঠু,সাধারন সম্পাদক ইকবাল খান জাহিদ।

এদিকে জাসদ সভাপতি আসম আবদুর রব দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাসদের অফিস উদ্ধোধন শেষে বরিশাল মুসলিম গোরস্থানে সাবেক এমপি ডাঃ আজাহার উদ্দীন, সাবেক এমপি এম এ বারেক, অ্যাড সাইদুর রহমানের কবর জিয়ারত করে রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা দেন।