মানুষ এতো অসহায় ও কি হয়!!!

আসমা আক্তার ইডেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী । বাবা মৃত, বৃদ্ধা মা । সংসারে আপন বলতে এক ভাই, যে কিনা সি. এন. জি চালক । অসহায় ভাইয়ের একমাত্র বোনটি গত এক মাস যাবৎ কঠিন গুলেন বারী সিনড্রমে আক্রান্ত । প্রয়োজন মাত্র ৩ লক্ষ টাকা । সি. এন. জি চালিয়ে এত টাকা জোগাড় করা আসমার ভাইয়ের পক্ষে সম্ভব নয় । তাও ভাই দিনরাত চেষ্টা চালিয়ে যেত, কিন্তু বোনটিকে হাসপাতালে দেখার কেউ নেই, প্রয়োজনে পাশে থাকার ও কেও নেই । আবার এদিকে দিন গেলেই ঔষধ পত্র, বেড ভাড়া সব মিলিয়ে ৩,০০০ টাকা । এত কঠিন পরিস্থিতি আল্লাহ্‌ কেন দিলেন!!!

গরিবের একটি মেয়ে মরে গেলে কি ই বা ক্ষতি । হাসিখুশি মেয়েটি একদিন পড়াশোনা শেষ করবে । মা, ভাইয়ের পাশে এসে দাঁড়াবে, সংসারের হাল ধরবে । এরকম কিছু স্বপ্ন পূরণ না হলেই বা ক্ষতি কি? কিন্তু না- আমরা মানুষ ! একজন মানুষ জীবিত থাকতে তার সামর্থ্য থাকলে আরেকজন মানুষ এতো অসহায় হতে পারে না । এটা মানবতার অপমান । এ অপমান আমরা হতে দিতে পারি কি???

আসুন আমরা সবাই এগিয়ে আসি । যার যা সামর্থ্য আছে । কারো হয়তো ১০,০০০ – কারো ১,০০০- কারো হয়তো ১০০ বা তারো কম । একটি হাসিখুশি মুখ কে অকালে ঝড়ে পড়া থেকে রক্ষা করি।

বর্তমানে আসমা ডা: রেজাউল করিমের তত্বাবধানে ইসলামী ব্যাংক হাসপাতাল, কাকরাইলে চিকিৎসাধীন । যারা আসমার পাশে এসে দাঁড়াতে চান, তাদের জন্য –

আবুল কালাম
সঞ্চয়ী হিসাব নং- ২৪১৫৬ (অনলাইন)
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ।
যাত্রাবাড়ি, ঢাকা ।

মোব-০১৯২৭৮৩৫৪৮৬

মানুষের কল্যানে মানবতার জয় হোক

প্রথম প্রকাশ : সামহোয়্যার ইন ব্লগ (২৬ মার্চ ২০১০)