ইউপি নির্বাচনে হিজলায় বিএনপি সমর্থিত প্রার্থীর পোষ্টার ছিনতাই

নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী গাফফার তালুকদারের প্রচারনামূলক পোষ্টার ছিনিয়ে নিয়েছে প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যুবলীগ নেতা মিলনের কর্মী-সমর্থকরা। এ সময় গাফফারের ৪ কর্মী-সমর্থক মারধর করা হয়।

বুধবার রাতে উপজেলার চর দেবুয়ায় গাফফারের কর্মী-সমর্থকরা পোস্টার লাগাতে যায়। এ সময় প্রতিদ্বন্দ্বি মিলনের ভাই শাকিলের নেতৃত্বে একদল ক্যাডার তাদের কাছ থেকে কয়েকশ’ পোস্টার ছিনিয়ে নেয় এবং আলাউদ্দিন, নাসির ও ফরিদকে মারধর করে। গতকাল বৃহস্পতিবার গফফারের অপর কর্মী কালাম চৌকিদারকে মারধর করে তার সাথে থাকা টাকা এবং পোস্টার ছিনিয়ে নেয় মিলনের কর্মীরা। বিষয়টি গাফফার রির্টানিং অফিসারকে অবহিত করেছেন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করে নজরুল ইসলাম মিলন জানান, গাফফার জনবিচ্ছিন্ন। তার কোন কর্মী সমর্থক নেই। নিজেরা দ্বন্দ্বে জড়িয়ে এখন তার উপর দোষ চাপাচ্ছে।

রির্টানিং অফিসারা রাজীব আহম্মেদ জানান, মৌখিক অভিযোগ তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।