বিছালী ইউপির চেয়ারম্যান প্রার্থী খালেক বিশ্বাসের বিরুদ্ধে মামলা

কে আসামী করে ঝালকাঠীর আদালতে মামলা দায়ের করা হয়েছে । তার নাতিন জামাই নলছিঠীর মাইন উদ্দিন খান বাদী হয়ে গতকাল ঝালকাঠীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ঐ মামলা দায়ের করা হয়েছে । আদালতের বিচারক মামলাটি আমলেনিয়ে আসামী ও ভিকটিমের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট জারি করেছেন ।

মামলার এজহার সূত্রে জানাগেছে, চলতি বছরের ২৯ মার্চ নলছিঠীর উত্তর জুরকাঠি গ্রামের মাইনুদ্দিন খানের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নড়াইলের বিছালি ইউনিয়রে মির্জাপুর গ্রামের শেখ বেল্লাল হোসেনের মেয়ে উম্মুর আরা হাবিবা উর্মীর বিয়ে হয় । তারা ভালভাবেই সংসার করছিল এবং বিষয়টি উভয়ের পরিবার মেনে নিয়েছিল । পরবর্তিতে মেয়ে উম্মুর আরা হাবিবা উর্মীর’র নানা নড়াইলের বিছালি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মামলার আসামী আব্দুল খালেক বিশ্বাস তার মেয়ের ঘরের নাতনি ও নাতিন জামাইকে বেড়াতে জাওয়ার কথা বলে নড়াইলে নিয়ে যায় । এক পর্যায়ে খালেক বিশ্বাস নাতিন উর্মীকে আটকে রেখে নাতিন জামাই বরিশালের নলছিঠীর মাইন উদ্দিনকে মারধর করে তাড়িয়ে দেয় এবং মেরে ফেলার হুমকি দেয় । কোন প্রকার উপায় না পেয়ে মাইন উদ্দিন তার স্ত্রী উর্মীকে উদ্দারের জন্য আদালতে এ মামলা দায়ের করেছেন । আদালত আগামী ১৫ জুন খালেক বিশ্বাসকে তার নাতিন সহ ঝালকাঠীর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে ঐ আদেশ প্রদান করেন । আদালতে মামলাটি পরিচালনা করেন এ্যাডঃ নাছিমুল হাসান