খলিশাখালীতে সাবেক পৌর চেয়ারম্যানের বাড়িতে বুধবার রাতে এক দুধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ১৩০ ভরি রুপার পুরানো কয়েন, ৪টি মোবাইল সেট নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাবেক পৌর চেয়ারম্যান আবু আলী আহম্মেদ চৌধুরীর পুত্র আবু সাঈদ আহম্মেদ চৌধূরী জানান, রাত দেড়টার দিকে ৮/১০ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে এবং দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাকে এবং তার চাচাতো ভাই ইয়ামেন আহম্মেদ চৌধুরীকে জিম্মি করে চোখ বেধে একটি রুমে আটকে রাখে। এরপর ডাকাতদল প্রায় দেড় ঘন্টা ধরে দোতলা ও নীচতলার ৯টি রুমের আলমিরা, সিন্ধুক, ট্রাঙ্ক ভেঙ্গে এবং তছনছ করে তাদের এবং স্থানীয় লোকজনের আমানত রাখা নগদ টাকা ও স্বর্নালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। তিনি জানান, তার চাচাতো বোনের বিয়ের জন্য টাকার প্রয়োজনে কয়েকদিন আগে কিছু জমি বিক্রি করে দেয়া হয়। ডাকাতরা সে জমি বিক্রির টাকাও দাবী করে গুলি করতে চায়। তবে সে টাকা আগেরদিন ডিডি করে ঢাকায় পাঠানোর ডিডির কপি ডাকাতদের দেখানো হলে তারা চলে যায়।