উপজেলার বারপাইকা গ্রামের মনোজ বালার বাড়িতে টিউবওয়েল বসাতে গিয়ে গতকাল শনিবার সকালে গ্যাসের সন্ধান পায় শ্রমিকরা। তারা জানায়, গভীর নলকূপ বসাতে গিয়ে ৩৩০ ফুট পাইপ বসানোর পর হঠাৎ পাইপ দিয়ে গ্যাস বের হতে দেখে। এসময় অন্তত ১শ ফুট উপরে গ্যাস উঠতে দেখা গেছে। শ্রমিকরা এতে হচকিত হয়ে পরে। দূর্ঘটনার ভয়ে তারা আগুন জ্বালায়নি। মুহুর্তের মধ্যে গ্যাসের খবর ছড়িয়ে পরলে উৎসুক জনতা ভীড় জমায়। তবে এখবরে প্রশাসনিক কোন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেনি। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তার অভাবে জনগন চরম আতংকের মধ্যে রয়েছে, যেকোন মুহুর্তে বড় দূর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।