হরতাল বরিশালে শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। হরতালের সমর্থনে সকাল থেকেই বিএনপি ও জামাত নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও সড়কের উপর গাছ ফেলে অবরোধসহ পিকেটিং করেছে। পিকেটিং করতে গিয়ে পুলিশী হামলায় ৫ জন এবং আহত সহ আটক করা হয়েছে এক ছাত্রদল কর্মীকে।
সকাল সাড়ে ৫টায় বগুরা রোড, ফলপট্টি, কাঠপট্টি, চকবাজার, এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবোরোধ করে ছাত্রদল নেতা কর্মীরা। চকের পোল, মুন্সি গ্রেজ ও অমৃত লাল কলেজ সংলগ্ন এলাকায় টায়ার জ্বলিয়ে সড়ক অবরোধ করে ছাত্রদল নেতা কর্মীরা। এছাড়া নগরীর কাশিপুরে ও কাগাশুরায় সকালে একটি টেম্পু ও একটি মহেন্দ্রা টেম্পুতে অগ্নি সংযোগ করা হয়। সকাল ১০ টায় বাবুগঞ্জের রহমতপুরে যাত্রীবাহি বাসে হামলা চালানোর সময় কাওসার নামের এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। বাবুগঞ্জের বিমান বন্দর এলাকায় পিকেটিংয়ের চেষ্টাকালে পুলিশের লাঠিচার্জে বেশ কয়েক জন ছাত্রদল কমী আহত হয়। এছাড়া সকালে অ্যাড মজিবর রহমান সরোয়ার এমপি ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল পৌছেন। লঞ্চ থেকে নামার পর তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতা কর্মীরা তাকে নিয়ে হরতালের পক্ষে মিছিল সহকারে নগরীতে প্রবেশ করেন। অপরদিকে নগরীর লাকুটিয়া সড়কে গাছ ফেলে সড়ক অবোরোধ করে ছাত্রদল নেতা কর্মীরা। বেলা সাড়ে ১১টায় হিজলা-মুলাদী আসনের সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদের নেতৃত্বে নগরীর বরিশাল কলেজ সংলগ্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার পূর্বেই নেতা কর্মিরা সটকে পরেন।
এদিকে হরতাল চলাকালে সকাল থেকেই নগরীর অধিকাংশ বিপননী বিতান, ব্যাংক , বীমা ও অফিস আদালত খোলা ছিলো। দুর পাল্লা রুটে বাস চলাচল না করলেও আভ্যন্তরীন রুটে দু/একটি লঞ্চ ও বাস চলাচল করেছে। এছাড়া প্রতিদিনের ন্যায় নগরীর রিকশা, টেম্পু অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলা চল স্বাভাবিক ছিলো।