জোটের ডাকা হরতাল আগৈলঝাড়ায় পালিত হয়নি। স্থানীয় অভ্যন্তরীণ গ্রুপিংএর কারনে এখানে কেন্দ্রীয় কমিটির কোন কর্মসূচি পালিত হচ্ছেনা।
একাধিক গ্রুপে বিভক্ত বিএনপি’র কোন গ্রুপ কোন কর্মসূচী পালন করতে গেলে অপর গ্রুপ পুলিশ প্রসাশন দিয়ে তা প্রতিহত করে হয়রানি করার কারণে কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচী পালিত হয়না বলে নাম না প্রকাশের শর্তে বিএনপি’র এক নেতা জানান। ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান,বাজার ছিল অন্যান্য দিনের মত স্বাভাবিক, তবে কোথাও কোথাও উপস্থিতি ছিল কম। সারাদেশের মত এখান থেকে দূর পাল্লার কোন পরিবহন চলাচল করেনি।