ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতী দিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধচলাকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। অপর বিবৃতীতে গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী ডট কমের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা ও আজম ভক্ত মোঃ সুমন বেপারী, শুভ মিয়া, সোহান ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।