দু’টি পার্সেল হাওয়া হয়ে গেছে। দীর্ঘ তিন মাস পরেও তা প্রাপকের হাতে পৌঁছেনি বা প্রেরকের কাছে ফেরৎ আসেনি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত করা ও বহুবার তাগিদ দেয়ার পরেও কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। অভিযোগে প্রকাশ, হেমায়েত উদ্দিন নামের এক লোক কন্টিনেন্টালের ঝালকাঠি জোনাল অফিস থেকে গত ২৮ ফেব্র“য়ারি ঢাকার মীরপুর এলাকায় একটি পার্সেল (সিএন- ৪৭৩৮৯৯) এবং ২ মার্চ ঢাকার মধ্য বাড্ডা এলাকায় আরেকটি পার্সেল (সিএন- ৪৭৩৮২৪) পাঠান। এক সপ্তাহ পরেও তা প্রাপকের হাতে না পৌঁছায় বিষয়টি কন্টিনেন্টালের ঝালকাঠি ও ঢাকা অফিসকে জানানো হয়। পরে খোঁজ নিয়ে জানাযায়, ঝালকাঠি থেকে পার্সেল দুটি ঠিকমতো পাঠানো হলেও ঢাকা থেকে তা গায়েব হয়ে যায়। বিষয়টি কন্টিনেন্টালের হেড অফিসের অভিযোগ শাখার কর্মকর্তাসহ সহকারী জেনারেল ম্যানেজারকে (এজিএম) ফের জানানো হলেও এখন পর্যন্ত পার্সেল দুটির সন্ধান মেলেনি।