ঝালকাঠিতে ঢিলেঢালা হরতালে গ্রেফতার ৩জন

জেলার অভ্যন্তরীন ও দূরপাল্লার কোন বাস চলাচল করেনি। শহরে রিকশা চলাচল ছিলো স্বাভাবিক। শহরের মোড়ে মোড়ে ছিলো পুলিশি টহল। ঝালকাঠি-রাজাপুর সড়কের বিভিন্ন স্থানে পিকেটাররা টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে রাখে।

হরতালের পূর্ব রাতে শহর যুবদলের ৩ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এরা হল মাসুম খলিফা, সেলিম হাওলাদার ও মিশু মল্লিক। গ্রেফতারকৃতদের ১৫১ ধারায় চালান দেয়া হয়েছে। এদিকে গ্রেফতারকৃত যুবদল কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানিয়েছে ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি ব্যারিষ্টার এম শাহজাহান ওমর, সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুর।

প্রসঙ্গত: শনিবার হরতালের সমর্থনে জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী আইনজীবী সমিতি চত্বর থেকে মিছিল বের করার চেষ্টা করলে তা পন্ড করে  দেয় পুলিশ।