লীগে এবার তারিক বিন ইসলামকে ঘিরে ১০লক্ষ টাকার কুপন

নেত্রবৃন্দদের ধরে ধরে মারধর ও অপমানের পর্ব। জেলা ছাত্রলীগের আহবায়ক মিলন ভূইয়া ও যুগ্ন আহবায়ক কাজী মনিরুল ইসলাম তারিককে অপমান অপদস্থ করার পর এবার বরিশাল আ’লীগের শীর্ষ স্থানীয় নেতা তারিক বিন ইসলামকে অপমান অপদস্থ করার ষড়যন্ত্র চলছে। তবে কে বা কারা কি কারনে সিনিয়র এই নেতাকে মারধরের ষড়যন্ত্র করছে এ নিয়ে তদন্ত করতে গেলে জানা যায় ভিন্ন খবর। নাম প্রকাশ না করার শর্তে আ’লীগের অভ্যন্তরীন একটি সূত্র জানিয়েছে, টেন্ডারের মাধ্যমে তারিক বিন ইসলাম জাইকা প্রকল্পের ২ কোটি ৪০ লক্ষ টাকার হিজলার একটি রাস্তা ও কালভাটের কাজ নিয়েছেন। তিনি দীর্ঘ সময় আ’লীগের দুঃস্বময়ে পাশে ছিলেন না। অথচ ছাত্রলীগের ত্যাগী কর্মীরা ক্ষমতার আড়াই বছর অতিবাহিত হলেও এখনও উল্লেখযোগ্য কোন কাজ পায়নি। তবে গোপন সূত্রটি কে বা কারা এই পুরুস্কারের ঘোষনা করেছে সে বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি। উল্লেখ্য, বাকেরগঞ্জের একটি কমিটিকে কেন্দ্র করে বিএম কলেজ ছাত্র লীগের যুগ্ন আহবায়ক মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাদের নেতৃত্বে এক দল ছাত্রলীগ ক্যাডার ফকির বাড়ি রোডের একটি চেম্বারে ডুকে হামলা চালিয়েছিল কাজী মনির উদ্দিন তারিকের উপরে এবং তার ঠিক আধ ঘন্টা পর হাসপাতাল রোড এলাকার হোটেল প্যারাডাইসের সামনে মারধর করাছিল মিলন ভূইয়াকে। ও দিকে হাসানাত সমর্থিত একটি সূত্র জানিয়েছে, প্রতিপক্ষ সেই গ্র“পটি-র দ্বারাই এবার তারিক বিন ইসলামকে অপমান অপদস্থ করানোর সম্ভাবনা রয়েছে । এ বিষয়ে মহানগর ছাত্রলীগের মিলন ভূইয়া জানান, আমিও শুনেছি এ ধরনের একটি ষড়যন্ত্র চলছে। তবে আমি মনেকরি তারিক বিন ইসলামকে অপমান করা মানে বরিশাল আ’লীগকে অপমান করা। এর পূর্বে আমাকে এবং আমার যুগ্ন আহবায়ক কাজী তারিককে মারধর করা হয়েছে। তবে আপনারাই ভাবেন এটা কেমন রাজনীতি।

মহানগর ছাত্র লীগের যুগ্ন আহবায়ক তৈহিদুর রহমান ছাবিদ জানান, সবে তো শুরু হয়েছে। কোনদিন যেন আমাদের ও ঘর থেকে টেনে নিয়ে মারধর করা হয়। বিএম কলেজের যুগ্ন আহবায়ক মঈন তুষার ও নাহিদ সেরনিয়াবাদ জানান, আমরা এ ধরনের কোন বিষয় জানিনা এবং শুনিওনি। অতএব আমাদের কোন মন্তব্য নেই। তবে এ বিষয়ে তারিক বিন ইসলাম জানান, আমিও বিষয়টি কয়েকদিন আগে শুনেছি। কাউকে অপমান করার রাজনীতি কারো জন্যই ভাল না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, এ আর এন্ড কোং এর নামে আমি নেন্ডার ড্রপ করেছিলাম। কিন্তু আমি কাজটি পাইনি। কাজ পেয়েছে তনিমা এন্টারপ্রাইজ। আমি প্রতিদিনের মত আমার রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। কোন বির্তকিত কর্মকান্ডে আমি বিশ্বাষী নই। তবে কে বা কারা তাকে মারার জন্য এই ১০ লক্ষ টাকা পুরুস্কার ঘোষনা করেছেন এ বিষয়ে তিনি বলেন, যারা বর্তমানে দলের সুদিনে উপস্থিত হয়ে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন তাদের ইশারায় আমার মান ক্ষুন্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালান হচ্ছে। তবে এ নিয়ে তিনি কিঞ্চিত পরিমান শঙ্কিত নন বলে জানিয়েছেন দৈনিক বাংলার বনেকে।