প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশু ভর্তি নিশ্চিত করতে হবে

শিক্ষকরা নিজ নিজ উপজেলায় ল্যাপটপ ও মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিশুদের সঠিকভাবে শিক্ষা দিলে শিশুরা বিদ্যালয়মুখী হবে। প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশু ভর্তির বিষয়টি নিশ্চিত করতে পারেন শুধুমাত্র শিক্ষকরাই।

গতকাল সোমবার নগরীর সাগরদী পিটিআই মিলনায়তনে আয়োজিত বরিশাল বিভাগে প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ ভর্তি নিশ্চিতকরণ এবং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বিভাগের ৪০ উপজেলার ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রদান করেন।
প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক এসএম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র শওকত হোসেন হিরন, সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, বিভাগীয় কমিশনার আবু হেনা রহমাতুল মুনিম, শিক্ষাবিদ প্রফেসর মোঃ হানিফ প্রমুখ।