এবার স্ত্রীর বিরুদ্ধে বরিশালে স্বামীর যৌতুক মামলা

মামলা দায়েরের ঘটনা অহরহ। কিন্তু স্ত্রী’র বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলার কথা তেমন একটা শোনা যায় না। এমনই একটি মামলা দায়ের হয়েছে বরিশালের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। গতকাল সোমবার নগরীর হাটখোলা কলাপট্টি এলাকার কুদ্দুস কাজীর ছেলে শাহিন কাজী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে এক ছেলে সন্তানের জননী আমেনা বেগম এবং শ্বশুড় আলতাফ হোসেন ও শ্বাশুড়ী ছলেহা বেগমকে আসামী করা হয়েছে। আদালতের বিচারক মামলা আমলে নিয়ে এ বিষয়ে আদেশ দেয়ার জন্য ৭ জুন দিন ধার্য করেন।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১০ আগস্ট সামাজিক রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। অতি সম্প্রতি স্ত্রী তার বাবা-মা’র কু-পরামর্শে স্বামীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবী করে এবং তার নামে জমি লিখে দিতে বলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কয়েকদফা ঝগড়া হয়। এ বিষয়ে সমঝোতার জন্য গত ৩ জুন দু’পক্ষের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। কিন্তু বৈঠকের কোন সিদ্ধান্ত না মেনে আমেনা তার দাবীতে অটল থাকায় শাহিন এ মামলা দায়ের করেন।