অভিযোগে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বিএনপি’র ২১ নেতকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়েরের পর বিচারক আবুল বাশার মিয়া তা আমলে নিয়ে আগামী ২৩ জুন শুনানীর দিন ধার্য্য করেন।
মামলায় বিবাদীরা হলো বিএনপি নেতা কবির মৃধা, এনামূল জোমাদ্দার, রফিক আকন, ইমাম হাসান যুবরাজ, মান্নান শেখ, রাজ্জাক শেখ, ডালিম শেখ, মনু, মঞ্জু, রুবেল, রফিক, ফয়সাল, ফারুক, সোহেল, আলামিন, ফাইজুর, সেলিম, নিজামুল হক নয়ন, মঞ্জু জোমাদ্দার, ও মারুফ।
মামলায় অভিযোগ করা হয় ২০১০ সালের ১৭ ডিসেম্বর শ্রীপুর বাজারে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করে আসামীরা। এ সময় সেখানে উপস্থিত মাজাহারকে মারধর করে অভিযুক্তরা। এ ঘটনায় মাজাহার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ৩ জুন এ মামলার আসামীরা তাকে আলিমাবাদ গ্রামে জমাদ্দার বাড়ি নিয়ে ফের মারধর করে এবং ঐ মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়।