রোদ আর তাপদাহে গুটি ঝড়ে পড়ছে গৌরনদীতে আমের ফলন কম হওয়ার আশঙ্কা

রোদ আর প্রচন্ড তাপদাহে আমের গুটি ঝড়ে পড়ায় বরিশালের গৌরনদীতে এবার আমের আশানুরুপ ফলন পাওয়া যাবে না বলে মনে করছেন আম চাষীরা। উপজেলার চাঁদশী গ্রামের আম চাষী নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে বৃষ্টি না হওয়ায় আমের বোটা শুকিয়ে গুটিগুলো ঝড়ে পড়ছে। তিনি আরো বলেন, চলতি বছর মুকুলের ভাড়ে প্রতিটি আমগাছে ঠেকা বাঁধা হয়েছিলো। আশানুরুপ ফলও এসেছিল কিন্তু রোদ আর প্রচন্ড তাপদাহে আমের গুটিগুলো এখন ঝড়ে পড়ছে। ফলে এবছর আশানুরুপ ফলন হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বাটাজোর গ্রামের ওসমান গনি হাওলাদার বলেন, খরার কারনে আমের বোটা শুকিয়ে যাওয়ায় পুষ্টির অভাবে আম বাড়তে পারছেনা। কৃষি বিশেষজ্ঞরা আমের ফলন ধরে রাখতে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমান পানি দেওয়ার পরামর্শ দিলেও তাতে কোন লাভ হচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলমগীর বিশ্বাস জানান, বৃষ্টি হলে আমের গুটি রক্ষা করা যেতো। সময় মতো বৃষ্টি না হওয়ায় এ বছর আমের ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে।