সুদ- ঘুষ, মদ, জুয়া এবং অসামাজিক কার্যকলাপ রোধে প্রতিবাদ সভা এবং মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন, আমীরুল মুসলীহীন অধ্যক্ষ খলিলুর রহমান নেছারাবাদী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট খাঁন সাইফুল্লাহ পনির, এ্যাডভোকেট ইউসুফ আলী মোল্লা, আবুল কালাম আজাদ, মাহাবুবুল আলম কবির, মু. নাসির উদ্দিন কবির, বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু খানসহ বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় পেশাজীবী সংগঠনের বক্তারা বলেন, ইতিপূর্বে পিংরী হাইস্কুল মাঠে হাউজির নামে জুয়া ও নগ্ন নৃত্যের আয়োজন করা হয়েছিলো। শেষ পর্যন্ত ঝালকাঠি -২ আসনের এমপির হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছে। এছাড়া ইছানীল স্কুল মাঠ, সরকারী কলেজ মাঠ এবং উদ্ধোধন বিদ্যালয়ের মাঠেও ইতিপূর্বে অনুরূপ অশ্লীল ও অসামাজিক কর্মকান্ডের আয়োজন করা হয়েছিলো। এ স্বার্থান্বেষী মহলটি ঝালকাঠিতে শুরু হওয়া তাঁত ও বস্ত্র মেলার সাথে এসব অসামাজিক কার্যকলাপ চালুর চেষ্টা করছে। তাই জনসাধারন এর প্রতিবাদে আজ বিক্ষোভে করে।
তবে সংগঠনটির ব্যানারে গতকাল বিলিকৃত প্রচারপত্রে ঝালকাঠি সরকারী কলেজ মাঠে যাত্রা, জুয়া, হাউজি ইত্যাদি অশ্লীল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মর্ম্মে প্রচার করায় শহরের সাধারন মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন ব্যক্তি মতপ্রকাশ করেন, ঝালকাঠি সরকারী কলেজ মাঠে স্বাধীনতার পরে এধরনের অশ্লীলতার খবর কেবল প্রচারপত্রেই দেখেছেন। তারা এ ধরনের মিথ্যা প্রচারনা বন্ধের জন্য সংশ্লিষ্টদের আহবান জানান।