ঘাট থেকে ব্রিক ফিল্ডের ৫ লক্ষ টাকা মূল্যের একটি কার্গো ট্রলার চুরি হয়ে গেছে। একটি সংঘবদ্ধ চোরদল গতকাল সোমবার গভীর রাতে তালা ভেঙ্গে ঐ ট্রলার টি চুরি করে। উজিরপুর থানা পুলিশ ও এস, বি ইন্টারন্যাশনাল ব্রিকফিল্ডের মালিক মুন্না খান জানায় অত্র প্রতিষ্ঠানে ব্যবহৃত নূরে মদিনা (২) নামের ট্রলারটি দিনের কাজের শেষে শ্রমিকরা ঘাটে তালা দিয়ে বেধে রাখে। সোমবার রাতে সংঘবদ্ধ চোরের দল ট্রলারটি নিয়ে যায়। এ ব্যাপারে উজিরপুর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।