বরিশালে চাল সংগ্রহ হয়নি এক ছটাকও

বিভাগ দপ্তর এ পর্যন্ত এক ছটাক চালও সংগ্রহ করতে পারেনি। এমনকি চাল সংগ্রহের জন্য মিল মালিকদের সঙ্গেও চুক্তি সম্পাদন করেনি খাদ্য বিভাগ।

প্রতি কেজি ২৯ টাকা দরে গত ৫ জুন থেকে সারাদেশে চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বরিশাল বিভাগে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৪৯৫ মেট্রিক টন চাল। যার মধ্যে বরিশাল জেলায় ৫৫৭ মেট্রিক টন, ঝালকাঠীতে ৬৭ মেট্রিক টন, পিরোজপুরে ৩৯ মেট্রিক টন, ভোলায় ৪৭ মেট্রিক টন ও পটুয়াখালীতে ৭৪৫ মেট্রিক টন। বিভাগের ৬ জেলার মধ্যে বরগুনার ক্ষেত্রে কোন লক্ষ্যমাত্রা ধরা হয়নি।

গত ৩ দিনে বরিশাল বিভাগের কোথাও এক ছটাক চাল সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এমনকি বিভাগে লাইসেন্সপ্রাপ্ত ৫৩ ডিলারের সঙ্গেও কোন চুক্তি করা হয়নি। এ ব্যাপারে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রোকা মিয়া জানান, চাল সংগ্রহ অভিযান শতভাগ সফল করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত বছর বোরো মৌসুমে ৩ হাজার ২২৮ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র ৪০ মেট্রিক টন চাল সংগ্রহ করেছিল বরিশাল বিভাগীয় খাদ্য দপ্তর।