দপদপিয়া সেতুর দিয়ে যানবাহন চলাচলের দাবিতে মানবন্ধন

সেরনিয়াবাত সেতু দিয়ে (দপদপিয়া) সকল ধরনের যানবাহন চলাচলের দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ব্রীজে যানবাহন চলাচলে জনস্বার্থ রক্ষা কমিটি’র ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

কমিটির আহবায়ক দেওয়ান ফকরুল আলম জানান, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল রব সেরনিয়াবাত সেতু গত ২২ ফেব্রুয়ারী প্রধানমন্ত্রী সকল ধরনের যান চলাচলের জন্য উদ্বোধন করেন। কিন্তু বাস মালিক সমিতি সেই থেকে বাস, ট্রাক আর মোটরসাইকেল ছাড়া অন্যান্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টি করে আসছে। এ ব্যাপারে প্রশাসনকেও অবহিত করা হয়েছে। কিন্তু প্রশাসন এই সিন্ডিকেটের কাছে জিম্মি।

তিনি আরো বলেন, কীর্তনখোলার সেতুর ওপারে কর্নকাঠীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়েছে। ফলে কর্নকাঠীর ঐ অংশটি একটি ভ্রমন স্পটে পরিনত হয়েছে। প্রতিদিন নগরবাসী ভাড়ায়চালিত ছোট ছোট যানবাহন নিয়ে সেই সৌন্দর্য উপভোগের জন্য সেতু পাড়াপাড়ের চেষ্টা করলেই বাস শ্রমিকরা তাতে বাঁধা দিচ্ছে। তাছাড়া বাসের চেয়ে অটো-রিকশা, মাহেন্দ্রা আলফা আর টেম্পোর ভাড়া বেশী কম হওয়ায় সাধারন জনগন স্বল্প খরচে তাদের গন্তব্যে যেতে পারছে না।
 

জেলা প্রশাসক এস এম আরিফ-উর রহমান জানান, সেতুতে যান চলাচলে বাস মালিক সমিতি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।