সওজ’র নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাত

একেএম শামস উদ্দিনের বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর পদ্মাবতী এলাকার মুদি ব্যবসায়ী দেবাশিষ ঘোষ বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

আদালতের বিচারক আলতাফ হোসাইন মামলা আমলে নিয়ে অভিযোগ তদন্ত করে ১৬ আগস্টের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন নোমানকে নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, বরিশাল সওজ’র নির্বাহী প্রকৌশলী থাকাকালে শামস উদ্দিন ২০১০ সালের ১৬ ডিসেম্বর বাদীর কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন। চলতি বছরের ১৬ মার্চ টাকা ফেরত দেয়ার কথা থাকলেও টালবাহানা করেন। এ নিয়ে গত ১৫ এপ্রিল শালিস বৈঠক হলেও সেখানে টাকা নেয়ার কথা অস্বীকার করেন নির্বাহী প্রকৌশলী।