সমিতি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার ওয়াকার্স পার্টির উপজেলা সম্পাদক উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ চৌকিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি অধ্যক্ষ গোলাম হোসেন, উপজেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর গফুর মোল্লা, আবু জাহের পিপুল মোল্লা, মকিম ঢালী, পৌর জাতীয় কৃষক সমিতির সভাপতি শান্তি রঞ্জন দাস, উপজেলা যুব মৈত্রীর আহ্বায়ক সোহেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নান্নু প্যাদা, ওয়াকার্স পার্টির নেতা কাঞ্চন রাড়ি, লোটাস ফকির প্রমুখ।
সমাবেশে বক্তারা কৃষি প্রধান বাংলাদেশে সারের দাম বৃদ্ধি করে সরকার কৃষক ধ্বংসের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন। অবিলম্বে সারের দাম কমানোর জন্য সরকারের প্রতি দাবি জানান।