সাবেক সরকারি কর্মকর্তা কর্তৃক মামলা দিয়ে ১০ পরিবারকে হয়রানি করার অভিযোগ

অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা কর্তৃক একের পর এক মামলা দিয়ে ১০ টি পরিবারকে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁত্রিশিরা গ্রামের।

গতকাল সোমবার গৌরনদী প্রেসক্লাবে দেয়া এক লিখিত অভিযোগে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের মৃত হাতেম মুন্সীর পুত্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এলাহি বক্স একই এলাকার মাহবুব বকতিয়ার, আনিচ বকতিয়ার, ইকতিয়ার বকতিয়ার, পিরু ভাট্টি, কালাই ভাট্টি, রেজবি বকতিয়ার, সোহাগ বকতিয়ারসহ ১০ টি পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যে মামলা দায়ের করে হয়রানি করে আসছে। এ ঘটনায় একাধিকবার স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্মেয়ে শালিস বৈঠকে বসা হলেও এলাহি বক্স সালিশ বৈঠকের রায়কে অমান্য করেন। তিনি দীর্ঘদিন যাবৎ থানা ও আদালতে বিরতিহীন ভাবে মামলা দায়ের করে ওইসব পরিবারের নিরিহ লোকজনদের হয়রানি করে আসছে।

অভিযোগে আরো উল্লেখ রয়েছে, এলাহি বক্স ভাড়াটিয়া লোকজনদের নিয়ে প্রতিপক্ষের লোকজনদের নানা ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। এলাহি বক্সের দায়ের করা মিথ্যে মামলার রোষানলে ওইসব পরিবার স্বর্বস্ত্র খুঁইয়ে এখন পথে বসার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী ওইসব পরিবারের সদস্যরা এলাহি বক্সের দায়ের করা মিথ্যে মামলা থেকে রেহাই পেতে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের ব্যাপারে এলাহি বক্সের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।