৯টি ইউনিয়নে বুধবার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপুর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুর্গম ও যোগাযোগ বিচ্ছ্ন্নি ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপজাতীয় সম্প্রদায়ের বিভিন্ন বয়সী ভোটাররা ভোট কেন্দ্রগুলোতে স্বত:স্ফূর্তভাবে নির্বিঘে ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালের দিকে ভারী বর্ষণ এবং গুটি গুটি বৃষ্টি উপেক্ষা করে ভোটার নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। লামা উপজেলার দুগর্ম ফাইতং ও আজিজ নগর এবং আলীকদম উপজেলার আদর্শ প্রাইমারী, চম্পটপাড়া প্রাইমারী, মংচিং হেডম্যান পাড়া এবং নয়াপাড়া ভোট কেন্দ্র পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, লামা উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৬৪ কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৬শ’ ১২ জন। তম্মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৬৩৫ জন এবং মহিলা ২১ হাজার ৯৭৭ জন। এ সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ৮৯ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
এদিকে, আলীকদম উপজেলার ২টি ইউনিয়নের ২০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ২শত ৮০জন।। ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১৪ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
প্রিসাইডিং অফিসার সূত্রে জানা গেছে, ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে গড়ে ৮০ শতাংশ ভোট পড়েছে। সকাল ৮টা থেকে বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ রিপোটা লিখা পর্যন্ত দু’উপজেলার সব ক’টি কেন্দ্রে ভোট গণনার কাজ চলছে।
জেলা নির্বাচন অফিস সুত্র জানায়, লামা ও আলীকদম উপজেলার ৯টি ইউনিয়নে ৮৪টি ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারগণ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু করে বিকেল ৪টায় শেষ করেন। নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের কড়া নজরদারী রাখা হয় ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে। সকাল ১১টায় জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার কামরুল আসান আজিজনগর ও ফাইতং ইউনিয়নের বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিশর্দন করেন এবং ভোটাদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন।