পরীক্ষা গ্রহনের চেষ্টা শেষ পর্যন্ত আদালতের নির্দেশে স্থগিত হয়েছে। গৃহীত পরীক্ষা কেন অবৈধ ঘোষনা করা হবেনা ১০ দিনের মধ্যে তার কারণ দর্শানোর জন্য বিবাদি নলছিটি হদুয়া বৈশাখিয়া ফাজিল মাদ্রাসার অধ্য মাওলানা আব্দুল মাবুদ, উপাধ্য মাওলানা মোঃ হোসাইন, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মজিবর রহমান মিনা ও সহ-সভাপতি জাহাঙ্গীর সরদারকে নির্দেশ দেন। এদিকে আদালতের আদেশ নিয়ে গেলে বিবাদি অধ্য মাওলানা আব্দুল মাবুদ, তার ছেলে উপাধ্য মাওলানা মোঃ হোসাইন আদালতের জারীকারক ও বাদীর আইনজীবীর সাথে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠি সরকারী মহিলা কলেজে নিয়োগ পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার ৫ টায় এ ঘটনা ঘটেছে।