মাদার তেরেসা গোল্ড পদক পেয়েছেন আজিজুর রহমান

মেডেল পেয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজিজুর রহমান বালী। বিশ্ব পরিবেশ দিবস উপলে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি-মাপসাস’র উদ্যোগে ঢাকা পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলায়তনে তাকে পদক দেয়া হয়।

বুধবার বিকেলে গৌরনদী প্রেসকাবে উপস্থিত হয়ে আজিজুর রহমান বালী জানান, পদক প্রদান উপলক্ষে গত ৫ জুন বিকেলে মাপসাস ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। শেষে প্রধান অতিথি সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের মরহুম ছাদেক আলী বালীর পুত্র সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান বালীকে মাদার তেরেসা গোল্ড পদক ও সনদপত্র প্রদান করেন।