তিন দফা দাবি বাস্তবায়নের লে কঠোর আন্দোলনে নেমেছে। আজ সকাল ১০টায় আন্দোলন সংগ্রামের দ্বিতীয় দিনের কর্মসূচি অনুযায়ী কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল সহকারে সদর রোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে এক বিশাল মানব বন্ধন করে। মানব বন্ধন শেষে সংপ্তি আলোচনাসভা করা হয়। সভায় বক্তব্য রাখেন সম্মিলিত ছাত্র অধিকার আন্দোলন কমিটির আহবায়ক মোঃ সজিবুর রহমান,যুগ্ন আহবায়ক ফিরোজ মোস্তফা, সদস্য সচিব কানিজ ফাতেমা কুইন, মোঃ রাসেল, মোঃ মমিন, বাপ্পি, রুহুল আমিন, প্রমুখ। সভায সভাপতিত্ব করেন ছাত্র সযগ্রাম পরিষদের সাবেক আহবাযক মোঃ আবু সায়েম। পরে তিন দফা দাবী অবিলম্বে ডিপ্লোমা কোর্স চালু করতে হবে, বিএসসি-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ডিপ্লোমা ধারীদের জন্য ৩০% কোটা সংরন করতে হবে, চাকুরির নিশ্চয়তা দিতে হবে এই দাবীতে বরিশাল জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বস্ত্রমন্ত্রী, পরিচালক বস্ত্র দপ্তর বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়।
আগামীকাল কলেজের পরীক্ষা বর্জন সহ সকল শিক্ষা কার্যক্রম বন্ধের ঘোষনা করা হয়। দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম অব্যবাহত থাকবে বলে জানিয়েছেন যুগ্ন আহবায়ক ফিরোজ মোস্তফা।