কলেজ ছাত্র লিমন হোসেনকে হুইল চেয়ার প্রদান করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা সেইভ বাংলাদেশ মুভমেন্ট এর চেয়ারম্যান ও ডা. আলম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মোঃ শাহ আলম। তার পক্ষে বুধবার সকালে রাজাপুর প্রেসকাবে লিমনের বাবা তোফাজ্জেল হোসেন এর হাতে প্রেসক্লাব সভাপতি ও ডা. আলম ফাউন্ডেশনের সদস্য আব্দুল বারেক ফরাজি হুইল চেয়ারটি তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য অধ্যাপক মোঃ জাহিদ হোসেন, প্রভাষক মোঃ সগির মাহমুদ, সাংবাদিক আহসানুল কবির মামুন, রহিম রেজা, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন প্রমুখ।
ডা. মোঃ শাহ আলম জানান, ডা. আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে লিমনের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করা হবে। উল্লেখ্য, গত ২৩ মার্চ র্যাবের গুলিতে আহত হয়ে পা হারায় কলেজ ছাত্র লিমন।