হত্যার উদ্দেশ্যে অপহরণ করে হাতুরি পেটা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এ ব্যাপারে গতকাল বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, আশোকাঠী গ্রামের হাজী দুলাল আকনের পুত্র কলেজ ছাত্র রাসেল আকনের (২০) সাথে পার্শ্ববর্তী বিল্লগ্রামের মিন্টু ঘরামীর ক্রিকেট খেলা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৭ জুন দুপুরে মিন্টু ঘরামী, নজরুল সরদার, কবির সরদারের নেতৃত্বে তাদের সহযোগীরা পালরদী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে রাসেলকে অপহরণ করে নিয়ে যায়। অটোরিকসাযোগে বিল্লগ্রামের নির্জন স্থানে নিয়ে হত্যার উদ্দেশ্যে রাসেলকে হাতুরী পেটা করে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় রাসেলকে উদ্ধার করে গৌরনদী হাসাপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে গতকাল বুধবার রাতে রাসেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে রাসেলের পিতা দুলাল বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।