এক কলেজ ছাত্র খুন হয়েছে এবং দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠানসহ অর্ধশতার্ধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। নিহতকে হাসপাতালে ফেলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার এনায়েতনগর এলাকার কালাইসরদারেরচরা গ্রামের আপাং কাজীর ছেলে বেল্লাল কাজী বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি ব্রীজের উপর বসলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা কবির খাঁ লোকজন নিয়ে তাকে ধরে পার্শ্ববর্তী কৃষি জমিতে নিয়ে যায়। পাঁয়ে দা দিয়ে কুপিয়ে ও মাথায় বল্লম গেঁথে তাকে খুন করে। নিহত বেল্লাল কাজীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে ঘাতকরা পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। উল্লেখ্য কিছু দিন পূর্বে খবির খাঁর ছেলে মিজান খাঁ(২৪) প্রতিপক্ষের হাতে খুন হয়। খুনের বদলে এই খুন করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। নিহত বেল্লাল কাজী কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ থেকে সদ্য সমাপ্ত এইচ এস সি পরীক্ষা দিয়েছে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদ্বয় ফজলুল হক ও রাশীদা কাজী সমর্থক নিয়ে মিছিল করার সময় লক্ষীপুর বাজারে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাজারের ২০টি ব্যবসায় প্রতিষ্ঠানসহ উভয়পক্ষের ৩০থেকে ৩৫টি বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ওই দুই ঘটনাস্থলেই পুলিশ মোতায়েন করা হয়েছে।