ব্রেন টিউমারে আক্রান্ত মেধাবী ছাত্রকে বাঁচাতে এগিয়ে আসুন

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় এখন মৃত্যুর প্রহর গুনছে। তার অসহায় পিতা রুহুল আমীন বিগত ২০০৯ সন থেকে পুত্র মেহেদীকে ঢাকার সিএমএইচ, মেডিনোভা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইষ্টার্ন মেডিকেল কলেজ এ্যন্ড হাসপাতাল রিসোর্স সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও কোন সুফল পাননি। বরং চিকিৎসা করাতে গিয়ে তিনি (রুহুল আমীন) ভিটে মাটি বিক্রি করে সর্বস্ব খুইয়ে আজ নিঃস্ব হয়ে পরেছেন। মেধাবী ছাত্র মেহেদী আমীন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ জি. এম ফারুক হোসাইনের অধীনে চিকিৎসাধীন রয়েছে। মেহেদীকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর অথবা মাদ্রাজ নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ফারুক হোসাইন।  এতে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু মেহেদীর পিতা নিঃস্ব রুহুল আমীনের পক্ষে এতটাকা যোগার করে পুত্রের চিকিৎসা করানো অসম্ভব হয়ে পরেছে। তাই তিনি মেহেদীকে বাঁচাতে দেশের বিত্তবান, দানশীল ও প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন।

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের সহায় সম্বলহীন মোঃ রুহুল আমীনের একমাত্র মেধাবী শিশু পুত্র মেহেদী আমীন (১২)। মেহেদী আমীন গাজীপুরের দক্ষিন ছায়াবীথি এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্র। মেহেদী আমীনকে বাঁচাতে সাহায্য পাঠানোর ঠিকানা-মোঃ রুহুল আমীন, হিসাব নং-০০৩৬০৩৫০০০০৭৫৮, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড, গৌরনদী শাখা, বরিশাল। (অনলাইন)। প্রয়োজনে- ০১৮১৯-১৩০২০৭।