নন্দপট্টি গ্রামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।
জানা গেছে, ওই গ্রামের মোসলেম ওরফে মুছাই মৃধার পুত্র বোরহান উদ্দিন পরান মৃধা (৩২) পারিবারিক কলহের জেরধরে শনিবার দুপুর বারোটার দিকে পরিবারের সবার অজান্তে বিষপান করে। মুর্মুর্ষ অবস্থায় তাকে গৌরনদী হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।