সড়ক নির্মানের কাজ বন্ধ করে দিয়েছে যুবলীগ নেতা

কাজ বন্ধ করে দিয়েছে প্রভাবশালী এক যুবলীগ নেতা ও তার সহযোগীরা। নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগ এনে শনিবার সকালে শ্রমিক সর্দার ও অন্যান্য শ্রমিকদের ওপর হামলা চালিয়ে সড়ক নির্মানের কাজ বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

আহত শ্রমিক সর্দার সিরাজ হাওলাদার অভিযোগ করে বলেন, গতকাল শনিবার সকাল আটটার দিকে আমি শ্রমিক নিয়ে কালনা সড়কের পিচ ঢালাইয়ের কাজ শুরু করি। এসময় উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য খোকন মল্লিক ও তার ছোট ভাই ছাত্রলীগ নেতা ইলিয়াচ মল্লিক ঘটনাস্থলে পৌঁছে নিন্মমানের পাথর ব্যবহারের অভিযোগ তুলে আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ শ্রমিক শাহাবুদ্দিন বেপারী, শাহে আলম আহত হয়। একপর্যায়ে তারা সড়ক নির্মানের কাজ বন্ধ করে দেয়। যুবলীগ নেতা ও সহদরের হুমকির মুখে আমি আহত শ্রমিকদের নিয়ে ও সড়ক নির্মানে আমাদের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে চলে আসতে বাধ্য হয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উক্ত কাজের ঠিকাদার ক্ষিতিশ চন্দ্র অভিযোগ করেন, সড়ক নির্মানের কাজ শুরুর পর থেকে খোকন মল্লিক নানা সমস্যা সৃষ্টি করে আসছে। চাপের মুখে সে তার নিজবাড়িতে প্রবেশের জন্য এক’শ ফুট রাস্তা নির্মানে বাধ্য করে। যার ফলে মুল রাস্তার ৫০ ফুট রাস্তা কমে গেছে। অভিযুক্ত যুবলীগ নেতা খোকন মল্লিক শ্রমিকদের মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, কাজটি নিন্মমানের হাওয়ায় বাঁধা দেয়া হয়েছে। গৌরনদী থানার ডিউটি অফিসার এ.এস.আই মোঃ বাবুল হোসেন হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।