আলীকদমে দু’ইউপি নির্বাচনের বেসরকারী ফলাফল

অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফলাফল পাওয়া গেছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১নং আলীকদম ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাল উদ্দিন (আওয়ামীলীগ) জয়ী হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার, ২২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফরিদ আহাম্মদ (বিএনপি) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮২১ ভোট।

২নং চৈক্ষ্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়নাল আবেদীন (বিএনপি) জয়ী হয়েছেন। দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ২ হাজার ৪৫৮। তার নিকটতম প্রতিদ্বন্ধি রবিদয় তঞ্চঙ্গ্যা প্রু (আওয়ামীলীগ) তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১,৭৫৪ ভোট।
 

সংরক্ষিত মহিলা ও মেম্বারপদে জয়ী হলে যাঁরা

১নং আলীকদম ইউনিয়ন পরিষদ: মেম্বার পদে ১নং ওয়ার্ডে জাকের হোসেন, ২নং ওয়ার্ডে আলী আকবর, ৩নং ওয়ার্ডে ছাবের আহামদ, ৪নং ওয়ার্ডে আব্দুল মতিন, ৫নং ওয়ার্ডে রুইচং মুরুং, ৬নং ওয়ার্ডে চেওরেং মুরুং, ৭নং ওয়ার্ডে ফুইগ্যা মার্মা, ৮নং ওয়ার্ডে রেংরই মুরুং এবং ৯নং ওয়ার্ডে কামর”ক মুরুং। সংরক্ষিত মহিলা আসন ১, ২ ও ৩নং আসনে খোরশেদা বেগম রুবি, ৪, ৫ ও ৬ নং আসনে মালিনী ত্রিপুরা, ৭, ৮ ও ৯নং আসনে সারথি ত্রিপুরা।

২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ: মেম্বার পদে ১নং ওয়ার্ডে নুর”ল ইসলাম, ২নং ওয়ার্ডে ফোচা অং মার্মা ৩নং ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম মনু, ৪নং ওয়ার্ডে অলিউর রহমান, ৫নং ওয়ার্ডে ফেরদৌসুর রহমান, ৬নং ওয়ার্ডে শফিউল আলম, ৭নং ওয়ার্ডে পাংলং মুরুং, ৮নং ওয়ার্ডে ছুরতুই মুরুং এবং ৯নং ওয়ার্ডে পামেয়া মুরুং। সংরক্ষিত মহিলা আসন ১, ২ ও ৩নং আসনে ইয়াছমিন আক্তার, ৪, ৫ ও ৬ নং আসনে রোজিনা আক্তার এবং ৭, ৮ ও ৯নং আসনে কাইদাং মুরুং।