শিক্ষার্থীদের গতকাল শনিবার সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও বেসরকারী এনজিও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মিলনায়তনে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খাঁন, অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদার, ওয়ার্ল্ড ভিশন এডিপির আগৈলঝাড়া শাখার ম্যানেজার অচিন্ত চাম্বুগং, কৃতি শিক্ষার্থীদের পক্ষে দীপা মজুমদার, মনির মোল্ল¬া, প্রমুখ। শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ জনসহ এ গ্রেড প্রাপ্ত মোট ২’শ ৫০ জন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।