এঘটনায় থানায় সাধারণ ডায়েরী করেছে পিআইও। জিজ্ঞাসাবাদের জন্য অফিস সহকারী হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, আগৈলঝাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে নাটকিয় চুরির ঘটনা ঘটেছে। গত দু’দিন ছুটির যেকোন এক রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচীন্দ্র নাথ বৈদ্য গতকাল রোববার থানায় সাধারণ ডায়েরি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচিন্দ্র নাথ বৈদ্য থানায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ ডায়েরী করা হয়েছে যার নং- ৩০৭ (১২/০৬/২০১১)। ডায়েরি সূত্রে জানাগেছে, ১০জুন থেকে ১১ জুন সরকারী বন্ধ থাকায় তিনি (পিআইও) অফিসে অবস্থান করেননি। গতকাল রোববার সকালে জনৈক বাবুলাল পিআইওকে ফোনে জানান যে, প্রকল্প বাস্থবায়ন অফিস সহকারী হুমায়ুন কবির সরদার এর অফিস কক্ষের দরজা খোলা এবং দু’টি ষ্টিলের আলমিরা ও ড্রয়ার ভাঙ্গা অবস্থায় কাগজপত্র তছনছ করা রয়েছে। তবে জিডিতে প্রাথমিকভাবে মালামাল চুরি যাওয়ার কোন ঘটনাই তিনি উল্লেখ করেননি।
স্থানীয় বিশ্বস্ত প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শনিবার প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি হুমায়ুন কবির অফিস খুলে কাজ করেছিলেন। প্রশাসনের একটি নির্ভরযোগ্য দ্বায়িত্বশীল সূত্র জানায়, ওই অফিস সহকারি হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভিন্ন ভূয়া প্রকল্প দেখিয়ে ভূয়া কমিটি তৈরি করে তাতে ভূয়া স্বাক্ষর দিয়ে সরকারী খাদ্য শষ্য বিক্রি করে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নিতীর অভিযোগের প্রেক্ষিতে সরকারের একটি গোয়েন্দা সংস্থা বর্তমানে প্রকল্প বাস্তবায়ন অফিস তদন্ত করছে। হুমায়ুন জুন ফাইনালে এবং তদন্তে নিজের অপকর্ম ঢাকতে নিজেই নাটকিয় চুরির ঘটনা তৈরি করেছে। প্রাথমিকভাবে সে ২ লাখ টাকা চুরি গেছে বলে পুলিশ সহ বিভিন্ন জনকে জানালেও পরে সে কোন টাকা বা মালামাল চুরি না হলেও ফাইল তছনছ হয়েছে বলে জানাচ্ছে।