সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানকে পুলিশ গ্রেফতার করে। তাকে গ্রেফতারের প্রতিবাদে ও হরতালের সমর্থনে গতকাল যুবদল নেতা পলাশ খলিফার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কৃষনকাঠী সমিতি ঘর থেকে শুরু করে পাদ্রীশিবপুর কানকি বাজারের প্রধান প্রৃধান সড়ক দক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন রুহুল আমিন, মালেক হাওলাদার, মাওলানা নজরুল ইসলাম, বাদশা হাওলাদার প্রমুখ।