বাকেরগঞ্জের চরাদিতে হত্যা না দূর্ঘটনা !

নিয়ে এলাকায় ধূম্রজালের সৃষ্টি হয়েছে। সরেজমিন পরিদর্শনে জানা যায়, গত শনিবার রাতে চরাদি রানীর পোল আলী হোসেনের বাড়ীর সামনে রাস্তার উপর আব্দুস সত্তার নামে এক বৃদ্ধের লাশ দেখতে পায় তার পরিবার। গত রবিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে। অপরদিকে সত্তারেকে হত্যা করা হয়েছে সন্দেহে নিহতের ভাইয়ের স্ত্রী নাছিমা বেগম গতকাল বাকেরগঞ্জ থানায় আলী হোসেন সহ ৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দাযের করেছেন। বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সৈয়দ রবিউল ইসলাম জানান, লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। এ ব্যাপারে আলী হোসেনের সাথে আলাপকালে সে জানায়, মৃত সত্তারের মৃত্যুর সাথে তারা কোনভাবেই জড়িত নয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শত্রুতাবশত তাদের নামে মামলা দেয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, বৃদ্ধ সত্তার ষ্ট্রোক করে রাস্তায় পরে মারা গেছেন। এলাকার একটি কুচক্রি মহল এ ঘটনাকে কেন্দ্র করে মামলা ও ফায়দা লোটার অপচেষ্টা চালাচ্ছে। এলাকাবাসী সুষ্ঠু তদন্তপূর্বক মৃত সত্তারের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।