চালিয়ে হিন্দু পরিবারের দু’জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মুলাদী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, রবিবার দুপুরে উপজেলার মুলাদী বন্দরের গরুর হাট এলাকার মধূ সুজন দাসের বাড়ির মধ্য দিয়ে পানির লাইন নেয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী সিদ্দিক ডিলারের সাথে দ্বন্দ্ব হয়। ঐ ঘটনায় গতকাল শালিস বৈঠক বসে। এ পর্যায়ে সিদ্দিক ডিলার তার লোকজন নিয়ে মধু সুজন দাস ও তার ছেলে শান্তিরঞ্জন দাসকে কুপিয়ে জখম করে। এতে শালিস বৈঠক ভেস্তে যায়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মধু সুজন দাস মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
উল্লেখ্য, সিদ্দিক ডিলার দীর্ঘদিন যাবত সুজন দাসের পরিবারের সম্পত্তি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ঐ এলাকার রহিম মুন্সীর ৫শতক জমি জোরপূর্বক দখল করে নেয়। এ ঘটনায় থানায় ইতিপূর্বে মামলা দায়ের করা হয়েছে।